অনলাইন ডেস্ক: পঞ্চম ‘ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৩’-এ অংশ নিতে দুবাই যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
জানা গেছে, পঞ্চম ‘ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠানে পারফর্ম করবেন একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছে: আসিফ, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, চঞ্চল চৌধুরী, জায়েদ খান, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, আফরান নিশো, নিরব, ইধিকা পাল, মুশফিক আর ফারহান, তওসিফ মাহবুব, কোনালসহ আরও অনেকে।
এদিকে দুবাইয়ের স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেয়ার বিষয়ে ডিপজল জানান, এমন একটা আয়োজনে অংশ নিতে যাচ্ছি-এ জন্য খুব ভালো লাগছে।
এ অভিনেতা আরও বলেন, বিভিন্ন সময়ে ভিন্ন কারণে দুবাই যাওয়া হয়েছে। তবে এবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি। সেখানে যেসব প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদের আনন্দ দিতে পারব, এটা আমার জন্য ভালোলাগার একটা ব্যাপার।
জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে ‘ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠানটি আগামী ১৬ ডিসেম্বর দুবাইয়ের সালাদিন রোডের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হবে।