• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে হাতবোমার বিস্ফোরণে রুয়েট ছাত্র আহত

প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ১২:১২

রাজশাহীতে হাতবোমার বিস্ফোরণে রুয়েট ছাত্র আহত

স্টাফ রিপোর্টার : হাতবোমার বিস্ফোরণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পায়ে হাতবোমার স্প্রিন্টার লেগেছে।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর এলাকায় হাতবোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  গাজীপুরে প্রকাশ্যে চাঁদা চেয়ে বহিষ্কার যুবদল নেতা

আহত শিক্ষার্থীর নাম সংগ্রাম কুমার (২৪)। তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘রুয়েট থেকে অটোরিকশায় আসার পর নেমে ভাড়া দিচ্ছিলেন সংগ্রাম।

আরও পড়ুনঃ  হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

এ সময় পাশে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং এর একটি স্প্রিন্টার সংগ্রামের পায়ে লাগে।’

ওসি আরও বলেন, ‘লোকজন মনে করেছে গাড়ির টায়ার পাংচার হয়েছে। কে কোন জায়গা থেকে হাতবোমা মেরেছে তা কেউ দেখেনি।

আরও পড়ুনঃ  মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!

আগে থেকে সেখানে থাকা হাতবোমার বিস্ফোরণ হয়েছে কি না তাও জানা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675