অনলাইন ডেস্ক : গাজায় ৫০ জন জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল এবং হামাস চার দিনের মানবিক বিরতিতে একটি চুক্তিতে পৌঁছেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘এই চুক্তিতে ইসরায়েলি কারাগারে আটক থাকা ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির বিনিময়ে গাজা উপত্যকায় বর্তমানে বন্দী ৫০ জন বেসামরিক নারী ও শিশুর মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তি বাস্তবায়নের পরবর্তী পর্যায়ে বন্দী মুক্তির সংখ্যা বাড়ানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।