• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ২:৪৮

নাটোরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নাটোর প্রতিনিধি : দিনাজপুর থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের সিগন্যাল পয়েন্টে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে দিনাজপুর থেকে ঢাকাগামী চালবাহী একটি মালট্রেন আব্দুলপুর স্টেশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছালে হঠাৎ করেই ৩টি বগি লাইনচ্যুত হয়। ফলে বন্ধ হয়ে যায় ওই লাইনে সব ধরনের ট্রেন চলাচল।

আরও পড়ুনঃ  ওএসডির পর এবার বাধ্যতামূলক অবসরে সিলেটের সেই ডিসি

তিনি জানান, ট্রেন লাইনচ্যুতের কারণে নাটোর স্টেশনে আটকা পড়ে আছে চিলাহাটী থেকে খুলনাগামী রকেট মেইল ও রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন কল করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। সেখানে গেলে বিস্তারিত জানাতে পারবো।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675