স্টাফ রিপোর্টার : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫, রাজশাহীর একটি দল মঙ্গলবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাট থানার জয়পুর হাইস্কুল মোড় পাকা রাস্তার ওপর হতে পরিত্যক্ত অবস্থায় ১০০ মি.লি.+১০০ মি.লি. মোট ২ টি কাঁচের বোতলে ২০০ মি.লি. ভয়ানক মাদকদ্রব্য এলএসডি উদ্ধার করে। খবর বিজ্ঞপ্তির।
প্রাথমিক তদন্তে জানা যায় যে, ওই এলাকা দিয়ে মাদক-চোরাকারবারীরা নিয়মিত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার করে।
উদ্ধারকৃত জব্দকৃত আলামত রাসায়নিক পরীক্ষাসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চারঘাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।