• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করায় পাল্টা ব্যবস্থা নিলো সিউল

প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৭:৪৯

গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করায় পাল্টা ব্যবস্থা নিলো সিউল

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার সঙ্গে ২০১৮ সালের আন্ত-কোরিয়ান শান্তিচুক্তি আংশিক বাতিলের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। নিষেধাজ্ঞা অমান্য করে পিয়ংইয়ং গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করায় পাল্টা ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিলো সিউল। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু বলেছেন, উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণটি দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

সিউল বলেছে, এর জবাবে তারা ২০১৮ সালের সামরিক শান্তিচুক্তির অন্যতম শর্ত ‘নো-ফ্লাই জোন’ বাতিল করে উত্তর কোরিয়ার সীমান্তে ড্রোন নজরদারি পুনরায় চালু করবে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি এই পদক্ষেপ দুই কোরিয়ার সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।

আরও পড়ুনঃ  ২ ফিলিস্তিনি শিশুকে পেছন থেকে গুলি করে হত্যা করল ইসরায়েল

মঙ্গলবার পিয়ংইয়ং মহাকাশে রকেট উৎক্ষেপণ করেছে। রকেটটি ‘মালিগিয়ং-১’ নামের সামরিক গোয়েন্দা স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে পাঠাতে পেরেছে বলে দাবি করেছে দেশটি।

মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার উৎক্ষেপণটি সফল হয়েছে কিনা, বা গোয়েন্দা স্যাটেলাইটটি চালু হয়েছে কিনা তা এখনও তারা মূল্যায়ন করতে পারেনি। তবে উভয় দেশই এর ‘কঠোর সমালোচনা’ করেছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, উত্তর কোরিয়ার পদক্ষেপটি ‘এই অঞ্চল এবং তার বাইরের নিরাপত্তা পরিস্থিতিকে’ আরও ‘অস্থিতিশীল’ করে তুলবে।

আরও পড়ুনঃ  ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে, আশা ট্রাম্পের

মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ উত্তর কোরিয়ার পাঁচ বছরের সামরিক পরিকল্পনার একটি প্রধান অংশ। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ২০২১ সালে সামরিক পরিকল্পনায় এই লক্ষ্য নির্ধারণ করেছিলেন।

সামরিক বিশ্লেষকদের ধারণা, এই স্যাটেলাইট পিংইয়ংকে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কার্যক্রমের গতিবিধি পর্যবেক্ষণ করায় সক্ষম করতে পারে। যা সম্ভাব্য আক্রমণ সম্পর্কে কিমকে আগেভাগেই সতর্ক করবে। ফলে শত্রুকে মোকাবিলা করায় আরও নির্ভুলভাবে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কিম জং উন।

জাপান বলছে, উত্তর কোরিয়ার এ প্রচেষ্টা জাতিসংঘ রেজ্যুলেশনের লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংকে উপগ্রহ উৎক্ষেপণে নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ উত্তর কোরিয়ার এই কার্যক্রমকে তারা দেশটির ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ছদ্মবেশী পরীক্ষা হিসেবে দেখে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেপ্তার

এর আগে চলতি বছরের শুরুতে দুবার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। তবে দুটিই প্রচেষ্টা ব্যর্থ হয়। সেই হিসাবে চলতি বছর মহাকাশে পাঠানোর তৃতীয় প্রচেষ্টা হিসাবে স্যাটেলাইট পাঠালো উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অভিযোগ, সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের তৃতীয় প্রচেষ্টায় পিংইয়ংকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে মস্কো। তবে এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে রাশিয়া।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675