স্টাফরিপোর্টার:রাজশাহীতে ১ হাজার ৩১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৪০ পিস ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এ অভিযান চালিয়েছেন। গ্রেপ্তার তিনজন হলেন-রাজশাহীর চরশ্যামপুর চরপাড়ার রাশেদুল ইসলাম রাজু (২২), মোহনপুরের বসন্ত কেদার বিদিরপুর গ্রামের রফিকুল ইসলাম (৪০) ও একই এলাকার স্বপন মন্ডল (৩৯)।
বুধবার বিকালে আরএমপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে পবার নতুন কসবা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাবড়িসহ স্বপন মন্ডল ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একটি দল নগরীর রামচন্দ্রপুর বাশার রোড এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে। এ নিয়ে তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা মামলা করা হয়েছে।