স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই স্লোগানে আগামী ৮-১৪ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। এ লক্ষে বুধবার বেলা ১১টায় পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয় হল রুমে উপপরিচালকের কার্যালয়, পরিবার পরিকল্পনা রাজশাহীর আয়োজনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগীয় পরিচালক এনামুল হক।
পরিবার পরিকল্পনা রাজশাহীর উপপরিচালক ড. কস্তুরী আমিনা কুইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক আশরাফুল ইসলাম, মেডিকেল অফিসার, সিএস ও সিভিল সার্জন কার্যালয়ে প্রতিনিধি।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কার্যালয়ে সহকারী পরিচালক খন্দকার আরিফুজ্জামান, সহকারী পরিচালক(সি.সি) ডা. মাহবুবুল আলম ও মেডিকেল অফিসার (সি.সি) ডা. আব্দুল বাতিন। এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও এনজিও প্রতনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবার পরিকল্পনা জীবন সাজায় ও পরিকল্পিত পরিবার গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বামী স্ত্রী মিলে আলোচনা করে তাদের আয় ও সামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে কখন সন্তান গ্রহন করবেন এবং কত সন্তান নেবেন, দুইটি সন্তানের মাঝে কতদিনের বিরতি দিবেন এবং সেই অনুযায়ী উপযুক্ত পদ্ধতি অবলম্বন করাই হলো পরিবার পরিকল্পনা।
এছাড়াও জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন তথা টেকসই উন্নয়নের চাবিকাঠি হলো এটা, যা জনসাধারনের জীবন রক্ষাকারী কর্মসূচীর অন্যতম বলে উল্লেখ করেন তিনি। পছন্দ অনুযায়ী নিরাপদ পরিবার পরিকল্পনা সেবা পাওয়া মানবাধিকারের সামিল উল্লেখ করে এ বিষয়ে ব্যাপকভাবে প্রচার করার আহ্বান জানান প্রধান অতিথি।
সভাপতি সকল কর্মকর্তা ও সহকর্মীদের সমন্বয়ে জনপ্রশাসন ও জনপ্রতিনিধিগণের বিশেষ উদ্ভাবনীর মাধ্যমে সেবা সপ্তাহ অত্যন্ত স্মার্ট সফল ও ফলপ্রসূ ভাবে উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন। সেইসাথে তিনি অতিতে অনেক মা ও শিশু প্রসবকালীন সময়ে মারা যেত। কিন্তু পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ও সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আজ সে অবস্থা পরিবর্তন হয়েছে।
আগামীতে তিন শূন্য অর্থাৎ মাতৃমৃত্যৃর শূন্য হার, নারীর প্রতি সহিংসতা শূন্য এবং অপূর্ন চাহিদার হার শূন্য’- অর্জনে মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কোন বিকল্প নাই বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সেবা সপ্তাহ সঠিকভাবে পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান সভাপতি।