• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে রাবিতে কালো পতাকা মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ১১:১৮

নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে রাবিতে কালো পতাকা মিছিল

রাবি প্রতিনিধি: সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জিয়া পরিষদ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে হয়।

সমাবেশে সংগঠনের সদস্য অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ বলেন, ‘২০১৪ ও ২০১৮ এর ধারাবাহিকতায় এবারও তফসিল ঘোষণা করা হয়েছে। সেই নির্বাচনের মতো সরকার আরেকটি নির্বাচন করতে চাচ্ছে। এর মধ্য দিয়ে তারা দেশকে একটি ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে।’

আরও পড়ুনঃ  আবুল বাশার মিন্টুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

যুগ্ম সম্পাদক অধ্যাপক কুদরত-ই জাহান বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে সবার মতামত ও ভোটাধিকার প্রয়োগের প্রয়োজন আছে। কিন্তু যে তফসিল ঘোষণা করা হয়েছে এবং সরকার যে নির্বাচন করতে চাচ্ছে, তা সবার মতামতকে ক্ষুণ্ন করেছে। সবার অংশ গ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেই আমরা এখানে দাঁড়িয়েছি।’

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

সংগঠনের সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশ গ্রহণ মূলক নির্বাচনের লক্ষ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। এ ছাড়া সংলাপনাকরে নির্বাচন কমিশন একটি ফরমায়েশি তফসিল ঘোষণা করেছে, তার প্রতিবাদ জানিয়ে কালো পতাকা মিছিল করেছি। আমরা চাই, নিরপেক্ষ সরকারের অধীনে দেশের মানুষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করুক।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675