• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মুক্তির আগেই ‘ডাঙ্কি’র আয় ১৩২ কোটি টাকা!

প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ৯:২৩

মুক্তির আগেই ‘ডাঙ্কি’র আয় ১৩২ কোটি টাকা!

অনলাইন ডেস্ক:রাজ কুমার হিরানি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডাঙ্কি’। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে চলচ্চিত্রটি।

জানা গেছে, শাহরুখ খান ও পরিচালক হিরানি দুজনেই ‘ডাঙ্কি’ ছবির লাভের অংশীদার। ১০০ কোটি রুপিতে নন থিয়েট্রিকাল (ওটিটি কিংবা টেলিভিশন চ্যানেল) স্বত্ব বিক্রি করেছে তারা, যা বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি টাকার বেশি।

আরও পড়ুনঃ  উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ক্ষমা না চেয়ে পাল্টা বিদ্রুপ

এরই মধ্যে সিনেমাটির টিজার ও গান মুক্তি পেয়েছে। তা দেখে বক্স অফিস বিশ্লেষকরা দাবি করেছেন, ছবিটি হাজার কোটি রুপির বেশি আয় করবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুনঃ  যে কারণে সুহানার নাম মান্নাত রাখতে চেয়েছিলেন শাহরুখ

অন্যদিকে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডাঙ্কি’ সিনেমার বাজেটও কম; ৮৫ কোটি রুপি। যদিও এই বাজেটের মধ্যে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নেই।

আরও পড়ুনঃ  মেয়ের চেয়েও কম বয়সী নায়িকার প্রেমে গোবিন্দ, সে কারণেই বিচ্ছেদ?

শাহরুখ খানের সঙ্গে ‘ডাঙ্কি’ সিনেমাতেই প্রথম কাজ করলেন রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। এ ছাড়াও অভিনয় করেছেন— দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675