খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি চোলাই মদ ও মোটরসাইকেলসহ মো. নূরুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত (২৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। এর আগে, বৃহস্পতিবার রাতে মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের গরমছড়ি এলাকা থেকে নূরুল হক কে আটক করা হয়। আটককৃত নুরুল হক গুইমারা লুন্দুক্যাপাড়ার মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে যোগ্যাছোলা ইউনিয়নের গরমছড়ি এলাকায় পরিচালনা চালায় পুলিশ। এ সময় ৪০লিটার চোলাই মদ ও একটি মোটরসাইকেল সহ নূরুল হককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।