স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে মহানগর আওয়ামী লীগ। রোববার সকালে সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ।
এছাড়াও এদিন নগরীর শহীদ কামারুজ্জামান চত্বর, সাগরপাড়া বটতলার মোড়, কোর্ট স্টেশন, কাশিয়াডাঙ্গা মোড়, লক্ষ্মীপুর, সিঅ্যান্ডবি মোড়, নওদাপাড়া, ভদ্রা, বিনোদপুর ও শালবাগান মোড়সহ শহরের বিভিন্ন স্থানে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়।