• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাবিতে ডীনস্ এ্যাওয়ার্ড ও শিক্ষক সম্মাননা প্রদান

প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ৯:২২

রাবিতে ডীনস্ এ্যাওয়ার্ড ও শিক্ষক সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চারুকলা অনুষদের কৃতি শিক্ষার্থীদের ডীনস্ এ্যাওয়ার্ড এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান সোমবার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন ভবন চত্বরে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক। চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী এই আয়োজনে সভাপতিত্ব করেন।

এই অনুষ্ঠানে অনুষদের আওতাধীন বিএফএ (সম্মান) পরীক্ষায় অনুষদে শীর্ষস্থান অধিকারী গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের কারুশিল্প ডিসিপ্লিনের মনিকা এমেলিয়া (২০১৮) ও খাদিজাতুল কোবরা (২০১৯) এবং একই বিভাগের শিল্পকলার ইতিহাস ডিসিপ্লিনের মো. আল মুহতামিম (২০২০) ও আনিকা মাইসা রহমান বর্ষা (২০২১) কে ডীনস্ এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার

অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আবু তাহের ও সিদ্ধার্থ শঙ্কর তালুকদার (চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ), আব্দুল মতিন তালুকদার (মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ), মো. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক মিরাতুল আরা (গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ) কে বিদায়ী সম্মাননা এবং অধ্যাপক মো. গোলাম ফারুক (চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ) কে মরনোত্তর সম্মাননায় ভূষিত করা হয়।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এসব ডীনস্ এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করেন।

আরও পড়ুনঃ  রামেক’এর জ্যেষ্ঠ চিকিৎসকেরাও আন্দোলনে: ভোগান্তিতে রুগীরা

কৃতি শিক্ষার্থীদের ডীনস্ এ্যাওয়ার্ডে ভূষিত করে উপাচার্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে এই অর্জনকে ভবিষ্যতে তাদের আরো বড় অর্জনের জন্য অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন। নবীন শিক্ষার্থীরা অগ্রজদের এই অর্জন থেকে নিজেদের মেধা ও সৃজন প্রতিভার বিকাশে অনুপ্রাণিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

চারুশিল্পীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে সৃষ্টিশীলতা আরো বিকশিত করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তাদের কর্ম আমাদের আগামী প্রজন্মকেও উজ্জীবিত করবে বলেও তিনি বলেন। তাদের কর্ম দ্বারা আমাদের ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারি। চারুকলা অনুষদ সেই লক্ষ পূরণে উদ্যোগী হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সে লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  বাঙালি বজরঙি শামসুল হুদার মানবিক প্রচেষ্টা ভারতীয় নাগরিকের মরদেহ ফেরত পেল পরিবার

উপাচার্য শিক্ষা ও গবেষণায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে উপাচার্য চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মরহুম শিক্ষক অধ্যাপক গোলাম ফারুকের স্মরণে ‘শিল্পী গোলাম ফারুক প্রিন্টমেকিং স্টুডিও’ উদ্বোধন ও সেখানে ছাপচিত্র পরিদর্শন করেন।

অনুষ্ঠানে চারুকলা অনুষদভুক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্য অনুষদ ও বিভাগের বিশিষ্ট শিক্ষক ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

রূপের রহস্য জানালেন পরীমণি
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৬:৩৬
রং ছাপিয়ে প্রেমের জোয়ার!
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৬:৩৬
প্রথম সিরিজ নিয়ে ঈদে আসছেন জয়া আহসান
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৬:৩৬
রঙিন বসন্তে কীসের ইঙ্গিত দিলেন ঋতাভরী
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৬:৩৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675