ঢাকাTuesday , 28 November 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

সৌরভের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন দর্শনা

Asha Mony
November 28, 2023 6:58 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী দর্শনা বণিক ও অভিনেতা সৌরভ দাস। আগামী ১৫ ডিসেম্বর সাত পাকে ঘুরবেন এই প্রেমিক যুগল।সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শনা-সৌরভের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৌম্যজিৎ আদক। আর এই নির্মাতার পরিচালনায় ‘অল্প হলেও সত্যি’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন সৌরভ-দর্শনা।

ফেসবুকে সৌম্যজিৎ লিখেছেন, আমার ভালোবাসার মানুষেরা, সারা জীবন একসঙ্গে থাকার আর একে-অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আজ খুব খুশির দিন আমার জন্য। এই দুজন মানুষ আমার জীবনের, নিজ ও কর্ম দুই ক্ষেত্রেই সারাক্ষণ মনের জোর দেয়।

সৌরভ দাদার মতো মানুষ আমাকে সাহস জোগায়। কান্নাকাটি করেছি একসঙ্গে, অনেক রাত একসঙ্গে জেগে স্বপ্ন দেখে কাটিয়েছি। আজ নিজেকে ডিরেক্টর বলতে পারার পেছনেও ওর অবদান অনেকটা।

আর দর্শনা সেই ৮ বছর আগে থেকে নিজের সব ভালো ও মন্দ আমাকে শোনায়, আর আমার সব ভুলকে ঠিক ভাবে, যাই করি আমার থেকে বেশি ও খুশি হয়। আমার ভালোবাসার হিরোইন। অনেক ভালোবাসা দুজনকে, পাশে ছিলাম, আছি ও থাকব। এটা অল্প না অনেকটা সত্যি।

যদিও এখন পর্যন্ত নিজেদের বিয়ের বিষয়ে কোনো ঘোষণা দেননি দর্শনা-সৌরভ। তবে সৌম্যজিতের পোস্টে দর্শনার মন্তব্যই নজর কেড়েছে সবার। শুধু তাই নয়, নির্মাতার প্রতি ভালোবাসা প্রকাশ করে ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন দর্শনা।

২০১৭ সাল পর্যন্ত অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে প্রেম ছিল সৌরভের। দীর্ঘদিন একসঙ্গে ছিলেন তারা। তবে সেই সম্পর্ক হঠাৎ ভেঙে যায়। এরপর আরও একাধিক অভিনেত্রীর সঙ্গে সৌরভের প্রেমের গুঞ্জন শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত দর্শনার সঙ্গেই পরিণয়ের সিদ্ধান্ত নিলেন এই অভিনেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।