• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দেশে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি কোলাবোরেশন মিট রুয়েটে

প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ৮:৪৭

দেশে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি কোলাবোরেশন মিট রুয়েটে

স্টাফ রিপোর্টার: প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে কাজে গিয়ে অনেক প্রকৌশলীই হোঁচট খান। একাডেমিক পড়াশোনার জ্ঞান আর বাস্তব কাজের মধ্যে দেখা দেয় ফারাক। এই সমস্যা দূর করতে দেশে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এতে অংশ নেবেন দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তারা।

আরও পড়ুনঃ  বাঘায় মাগুরার শিশুকণ্যা আছিয়ার ধর্ষণকরীদের বিচারের দাবিতে র‌্যালি ও মানববন্ধন

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। বলেন, বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠান ও উদ্যোগরা একে অপরের পরিপূরক এবং অবিভাজ্য। এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট রুয়েটের সাথে দেশের প্রতিষ্ঠিত শিল্পপতি ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বিনিময়ে বিশেষ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৫

উপাচার্য দাবি করেন, বৃহস্পতিবার সকাল ১০টায় রুয়েটে এ অনুষ্ঠান শুরু হবে। দেশে রুয়েটই প্রথম এ ধরনের ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিটের আয়োজন করছে। এখান থেকে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এতে শিক্ষার মান যেমন বাড়বে, তেমনি শিল্পপ্রতিষ্ঠানের মতামত ও পরামর্শ নিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা যাবে।

আরও পড়ুনঃ  সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ.লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে রুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকসহ অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

রূপের রহস্য জানালেন পরীমণি
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৬:৩৬
রং ছাপিয়ে প্রেমের জোয়ার!
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৬:৩৬
প্রথম সিরিজ নিয়ে ঈদে আসছেন জয়া আহসান
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৬:৩৬
রঙিন বসন্তে কীসের ইঙ্গিত দিলেন ঋতাভরী
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৬:৩৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675