স্টাফরিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনিত এমপি প্রার্থী আসাদুজ্জামান আসাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, আসাদুজ্জমানের পিতা ও রাজশাহীর মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা আলতাফ হোসেন, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোসাব্বিরুল, জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।