• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীর সব আসনেই জাতীয় পার্টি ও বিএনএমের প্রার্থী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৮:৩৮

রাজশাহীর সব আসনেই জাতীয় পার্টি ও বিএনএমের প্রার্থী

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রত্যেকটিতেই আওয়ামী লীগের পাশাপাশি প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। তারা নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দাখিলের শেষ দিন তারা মনোনয়নপত্র দাখিল করেন।

ছয়টি আসনে মনোনয়নপত্র দাখিল করা জাতীয় পার্টির প্রার্থীরা হলেন- রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে শামসুদ্দিন মণ্ডল, রাজশাহী-২ (সদর) আসনে পার্টির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সালাম খান ও সোলায়মান হোসেন বিপ্লব, রাজশাহী-৪ (বাগমারা) আসনে আবু তালেব, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সাবেক এমপি পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে পার্টির রাজশাহী জেলার আহবায়ক শামসুদ্দিন রিন্টু।

আরও পড়ুনঃ  রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিএনএম থেকে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- রাজশাহী-১ থেকে বিএনএমের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা বাবু, রাজশাহী-২ আসনে মাসুদ রানা. রাজশাহী-৩ আসনে দলটির কেন্দ্রের সহসভাপতি মতিউর রহমান মন্টু, রাজশাহী-৪ আসনে সাইফুল ইসলাম রায়হান, রাজশাহী-৫ আসনে অধ্যক্ষ শরিফুল ইসলাম এবং রাজশাহী-৬ আসনে অধ্যক্ষ আব্দুস সামাদ। প্রার্থীদের সঙ্গে কথা বলে তাদের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুনঃ  দীর্ঘ আট মাসেও শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কারের কাজ

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ থেকে ৪ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বৈধ প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

আরও পড়ুনঃ  আঞ্চলিক ভাষা ব্যবহার না করলে তা বিলুপ্ত হবে : বিভাগীয় কমিশনার

 

সর্বশেষ সংবাদ

ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
ভাঙ্গা ওরিয়েন্ট ক্লাবের কমিটি গঠন
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675