• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে পৃথক দুই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৯:১০

রাজশাহীতে পৃথক দুই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর নওদাপাড়া এলাকার শামসুল আলম সেলিমের মেসার্স মুনিফ এন্টার প্রাইজ নামের একটি দোকানের ভেতর আগুন জ¦লতে দেখে ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি দল ঘটনাস্থলে পোছে আগুন নিয়ন্ত্রনে আনে। দোকানে রড, সিমেন্ট, হার্ডওয়ার সামগ্রি, স্যনিটারি, গ্যাস সিলিন্ডার, রংসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয়। আগুনে রং এর কোটাগুলো বিস্ফোরনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  দুদকের অভিযান আমাদের জন্য সম্মানজনক নয় : বিভাগীয় কমিশনার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে রাজশাহীর বাঘায় পাটের গোডাউনে অগ্নিকান্ডে ৯০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার নারায়নপুর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে গোডাউন মালিক বিপদ কুমার সাহা বলেন, বুধবার রাত ৯টার দিকে গোডাউন বন্ধ করে নিজ বাড়ি নারায়নপুর গ্রামে যায়। রাত ১২টার দিকে খবর পায় গোডাউনে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি দাও দাও করে আগুন চলছে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নির্বাচন নিয়ে অন্তবর্তীকালীন সরকার গড়িমশি করছে : মিলন

তারা এসে আগুন নিয়ন্ত্রন করে। গোডাউনে ৪ হাজার মন পাট রাখা ছিল। যার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। এতে সমন্ত পাট পুড়ে গেছে। গোডাউনে কোন বিদ্যুতের সংযোগ নেই। এখানে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেতে ধারনা করছি শত্রুতা করে কেউ আগুন লাগিয়ে দিয়েছি। এ বিষয়ে থানাকে অবগত করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ.লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ৮ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৫ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানার তদন্ত ওসি সবুজ রানা বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

সর্বশেষ সংবাদ

রূপের রহস্য জানালেন পরীমণি
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৬:৩৬
রং ছাপিয়ে প্রেমের জোয়ার!
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৬:৩৬
প্রথম সিরিজ নিয়ে ঈদে আসছেন জয়া আহসান
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৬:৩৬
রঙিন বসন্তে কীসের ইঙ্গিত দিলেন ঋতাভরী
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৬:৩৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675