• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীর ছয়টি আসনে ৬০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ২:২৭

রাজশাহীর ছয়টি আসনে ৬০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ছয়টি আসনে ৬০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ছয়টি আসনে আওয়ামী লীগের ছয়জন প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছে ১২ জন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিনে এই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

এরমধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া, শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান, বিএনএফ এর প্রার্থী আল-সাআদ, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু, এমপিপি এর প্রার্থী নুরুন্নেসা, বাংলাদেশ সংস্কৃতি মুক্তি জোটের প্রার্থী বশির আহমেদ, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দীন, বিএনএম প্রার্থী শামসুজ্জোহা।

আরও পড়ুনঃ  রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪ জনের ছাত্রত্ব বাতিল, ৪৪ জনের শাস্তি

রাজশহী-২ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোহাম্মদ আলী। বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এই আসনে জাসদ মনোনিত প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, স্বতন্ত্র প্রার্থী আবু রায়হান মাসুদ, রেজা উন-নবী আল মামুন, শফিকুর রহমান, বিএনএম এর প্রার্থী কামরুল হাসান, তৃণমূল বিএনপির প্রার্থী মো. শামীম, মুক্তিজোট এর প্রার্থী ইয়াসির আলিফ বিন হাবিব, গণফ্রন্ট এর প্রার্থী মনিরুজ্জামান, জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন, কংগ্রেস পার্টির মারুফ শাহরিয়ার।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আসাদুজ্জামান আসাদ। স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিএনএম প্রার্থী একেএম মতিউর রহমান, এনপিপি এর প্রার্থী সইবুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী সোলাইমান হোসেন, বিএনএফ এর প্রার্থী বজলুর রহমান, জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম খান, মুক্তি জোটের প্রার্থী এনামুল হক, গণফ্রন্ট এর প্রার্থী মনিরুজ্জামান, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন ও নিপু হোসেন।

আরও পড়ুনঃ  চারঘাটে বিএসটিআই’র অভিযানে বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আবুল কালাম আজাদ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী সংসদ এনামুল হক, বাবুল হোসেন, বিএনএম এর প্রার্থী সাইফুল ইসলাম রায়হান, এনপিপি এর প্রার্থী জিন্নাতুন ইসলাম জিন্না, বিএনএফ এর প্রার্থী মতিউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রাং।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা। এই আসনে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মনসুর রহমান, স্বতন্ত্র ওবায়দুর রহমান, স্বতন্ত্র আহসান উল হক মাসুদ, গণফ্রন্টের প্রার্থী মখলেসুর রহমান, বিএসপি এর প্রার্থী আলতাফ হোসেন মোল্লা, জাকের পার্টির প্রার্থী শফিকুল ইসলাম, বিএনএম এর প্রার্থী শফিকুল ইসলাম, জাতীয় পার্টির আবুল হোসেন।

আরও পড়ুনঃ  ‘গাছেরটাও খামু, তলারটাও কুড়ামু’ সেই দল বাংলাদেশে হবে না : ফজলুর রহমান

রাজশাহী-৬ (চারঘাট, বাঘা) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই আসনে স্বতন্ত্র প্রার্থী খাইরুল ইসলাম, রাহেনুল হক, ইসরাফিল বিশ্বাস, জাসদের প্রার্থী জুলফিকার মান্নান জীমা, এনপিপি এর প্রার্থী মহসিন আলী, জাকের পার্টির রিপন আলী, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন রিন্টু, বিএনএম এর প্রার্থী আব্দুস সামাদ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675