• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কারো বাধায় নির্বাচনের ট্রেন থামবে না: ওবায়দুল কাদের

প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ৩:০০

কারো বাধায় নির্বাচনের ট্রেন থামবে না: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক : নির্বাচনের ট্রেনের যে যাত্রা শুরু হয়েছে তা কারোর বাধায় থামবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আর ভোটের মাঠে আওয়ামী লীগ মনোনীত যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের দায় দল নেবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নির্বাচনের ট্রেন চলছে। এ ট্রেন কারো বাধায় থামবে না। গন্তব্যে না পৌঁছা পর্যন্ত নির্বাচনের ট্রেন চলবে এবং নির্বাচন হবে।’

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারি। আর বৃহস্পতিবার শেষ হয়েছে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা।

আরও পড়ুনঃ  ৫ম বিয়ে করায় ৪র্থ স্ত্রীর হাতে স্বামী খুন

দেশে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টেই নির্বাচনে অংশ নিয়েছে। ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার ৭৪১ জন প্রার্থী।

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের অংশগ্রহণকে উৎসবমুখর নির্বাচন বলে। নির্বাচনে জনগণের অংশগ্রহণই মূল লক্ষ্য আওয়ামী লীগের।’

আর দীর্ঘদিন পর নির্বাচন ঘিরে দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দফা দাবিতে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। ভোট প্রতিহতেরও ঘোষণা দিয়েছে দলটি।

আরও পড়ুনঃ  সংস্কার হবে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে : আমীর খসরু

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নামে একটি দল আজকে সহিংসতা, সন্ত্রাস, অগ্নি-সন্ত্রাস করে এই নির্বাচনকে বাধা দেওয়ার চক্রান্ত করছে। এখন আবার তারা নতুন করে আন্দোলনের কথা বলছে।

তবে বিএনপি নির্বাচনে না এলেও দলটি থেকে পদত্যাগ করে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবারই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মুহাম্মদ শাহজাহান ওমর।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতার যদি আওয়ামী লীগ করতে ভালো লাগে তাহলে আমরা বাধা দিবো কেনো। নির্বাচন একটা কৌশল। নির্বাচনে কৌশল নিতেই পারে আওয়ামী লীগ।

আরও পড়ুনঃ  পাবনার সাঁথিয়ায় দুর্বৃত্তদের হাতে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন

‘৩০ টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে। এটা বিরাট সাফল্য।। বিএনপির ১৫ জন কেন্দ্রীয় নেতা ও ৩০ জন সাবেক সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছেন।’

এদিকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বেশ কয়েকজন প্রার্থীতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চারজন মন্ত্রীও রয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, যারা আচরণবিধি লঙ্ঘন করছেন, সে দায় প্রার্থীর। আওয়ামী লীগ দায় নেবে না।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675