নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামাতের ডাকা অবৈধ হরতাল-অবরোধের, অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ পালন করা হয়। শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি মোঃ বদরুজ্জামান খায়ের এবং সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামীলীগ সদস্য ইসমাইল হোসেন ।
এ সময় ডাবলু সরকার রাজশাহী মহানগর আওয়ামী লীগ সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ রাজশাহী মহানগরীর সাধারণ জনগণকে সাথে নিয়ে অবৈধ অবরোধ ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় থেকে প্রতিরোধের ঘোষণা দেন।
শান্তি সমাবেশ শেষে কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, সৈয়দ মন্তাজ আহমেদ, মোঃ মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, অর্পণ কুমার দে, মোঃ আলিমুল হাসান সজল প্রমুখ।