ঢাকাMonday , 4 December 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল নিরাপত্তায় উত্তম চর্চাসমূহ

Somoyer Kotha
December 4, 2023 5:46 pm
Link Copied!

মোঃ তৌহিদুজ্জামান : ‘‘আজ দুপুরে ইস্টার্ন ব্যাংকের গুলশান শাখা থেকে কাজ শেষে ব্যক্তিগত গাড়িতে অফিসে ফিরছিলাম। এসময় গুলশান-২-এ একটি তোয়ালে কিনে ২০০ টাকা বিকাশে সেন্ড মানি করি। এসময় একজন বৃদ্ধা নারী আমার কাছে এসে ভিক্ষা চান। আমি তাকে বলি- নগদ টাকা নেই। তিনি আমাকে অবাক করে বলেন, তার কাছে বিকাশ আছে। ওই মহিলা আমাকে তার বিকাশ নম্বরটি বললে আমি তাকে কিছু টাকা সেন্ড মানি করি। তিনি তখন তার ব্যাগ থেকে মোবাইল বের করে টাকা পেয়েছেন জানিয়ে হাসি দেন।’’ গত ২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখে কথাগুলো ব্যক্তিগত ফেসবুক ওয়ালে ছবিসহ পোস্ট করেন ব্যবসায়ী তুষার মালিক। সেই সূত্র ধরে পরের দিন দেশের বড় বড় দৈনিক পত্রিকাতে গুরুত্বসহকারে সংবাদটি প্রকাশিত হয়।

নাগরিকদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলা এবং প্রযুক্তির মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালনার রূপকল্প বাস্তবায়ন পর্বে বয়স্ক নারীর বিকাশে ভিক্ষা নেওয়ার সংবাদটি গুরুত্ববহ বটে। ভিখারিরা যে আমাদের সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেকথা নতুন করে উল্লেখ করার প্রয়োজন হয় না। দেশের সবচেয়ে প্রান্তিক একজন মানুষের ক্যাশলেস লেনদেনে এই দক্ষতা, প্রযুক্তিনির্ভর ও নাগরিক হয়রানিবিহীন বাংলাদেশ বিনির্মাণের সকল সংশয়কে দূর ঠেলে দিয়েছে। তবে এই দৃষ্টান্ত আমাদের দ্রুততম সময়ের মধ্যেই প্রযুক্তিনির্ভর দেশ হয়ে উঠার বিষয়ে আশান্বিত করলেও সামনে চ্যালেঞ্জ কিন্তু নেহাত কম নয়। আর সে চ্যালেঞ্জসমূহের মধ্যে সবচেয়ে বড় এবং প্রথমটি অবশ্যই ডিজিটাল নিরাপত্তা বা সাইবার নিরাপত্তা।

ডিজিটাল জীবনযাত্রায় স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের সুখকর অসংখ্য অভিজ্ঞতা আমরা এরই মধ্যে অর্জন করেছি। আবার এ ব্যবস্থায় প্রতারণা ও হয়রানির তিক্ত স্বাদ পেয়েছেন এমন মানুষও কিন্তু বিরল নয়। ডিজিটাল প্রতারণা এখন গণমাধ্যমের নিয়মিত সংবাদ। এ বাস্তবতায় ডিজিটাল প্রতারণা ও হয়রানি থেকে সুরক্ষিত থাকতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞরা আমাদেরকে কিছু উত্তম চর্চা প্রতিপালনের পরামর্শ প্রদান করেছেন।

তথ্য-যোগাযোগ, বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা গ্রহণ এবং ক্যাশলেস লেনদেনের জন্য আমরা নানা ধরণের অনলাইন রেজিস্ট্রেশন করি এবং সেক্ষেত্রে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার ডিজিটাল নিরাপত্তার প্রথম শর্ত। বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্ন বিশিষ্ট কমপক্ষে আট (৮) সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার এ শর্তকে পূরণ করে। পাসওয়ার্ড অবশ্যই গোপন রাখতে হবে এবং অন্যের সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। সহজে অনুমেয় পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না এবং ওয়েব ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করা থেকে বিরত থাকতে হবে। নির্দিষ্ট সময় পর পর পাসওয়ার্ড পরিবর্তন করাও জরুরী।

আমরা যেসব ডিজিটাল ডিভাইস ব্যবহার করবো সে ডিভাইসসমূহ পাসওয়ার্ড বা বায়োমেট্রিক পদ্ধতিতে সুরক্ষিত রাখতে হবে। এ ক্ষেত্রেও শক্তিশালী পাসওয়ার্ড (বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্ন) ব্যবহার করা এবং প্রতিটি অ্যাকাউন্ট/অ্যাপস এর জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা উত্তম চর্চা হিসেবে বিবেচিত। স্বীকৃত ওয়েবসাইট থেকে অ্যাপস ও সফটওয়্যার ডাউনলোড করলে আমাদের ডিভাইসগুলো নিরাপদ থাকবে। অপ্রয়োজনে ক্যামেরা অপশন চালু না রাখা শ্রেয়।

অনলাইন বা ইন্টারনেট ব্যবহারের সময় ওয়েবসাইটে এসএসএল (SSL) সার্টিফিকেট [https ] দেখে ব্যবহার করতে হবে। লগ-ইন অপশনসমূহে টু ফ্যাক্টর অথেন্টিকেশন (Two Factor Authentication) চালু রাখুন, ইন্টারনেট ব্রাউজার এবং প্রয়োজনীয় প্লাগ-ইনসমূহ নিয়মিত আপডেট করুন, অনলাইনে লেনদেনের ক্ষেত্রে httpsবা লক চিহ্ন-যুক্ত সাইট দেখে লেনদেন করুন, অপরিচিত বা সন্দেহজনক ই-মেইল বা লিংকে ক্লিক করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।

ইন্টারনেট ব্যবহার করেন অথচ এক বা একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট নেই এমন ব্যক্তি এখন বিরলই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিং নির্ধারণ করুন। একান্ত ব্যক্তিগত তথ্যাবলী অপরিচিতদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। কোনো পোস্ট শেয়ার করার আগে এর সঠিকতা যাচাই করুন। মিথ্যা সংবাদ, গুজব, সমাজ ও রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা সংক্রান্ত পোস্ট লাইক করা বা শেয়ার করা থেকে বিরত থাকুন। অপমানজনক ও বিভ্রান্তিকর বিষয় সংক্রান্ত পোস্ট ব্লক করুন বা রিপোর্ট করুন।

প্রাতিষ্ঠানিক সুরক্ষার জন্য অপরিচিত বা অননুমোদিত ব্যক্তিকে প্রতিষ্ঠানের সিস্টেম ব্যবহার থেকে বিরত রাখতে হবে। আসল সফটওয়্যার/অপারেটিং সিস্টেম ব্যবহার করা এবং দাপ্তরিক কাজে প্রতিষ্ঠানের ই-মেইল আইডি ব্যবহার করা উত্তম চর্চা বলে বিবেচিত। অনেকে কাজ শেষে সিস্টেম থেকে লগ আউট/স্কিন-লক না করে বরং পাতাটি ক্লোজ করে রাখেন। এটা বিপদের কারণ হতে পারে। কাজ শেষে সিস্টেম থেকে লগ আউট/স্কিন-লক করুন এবং গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের ব্যাকআপ রাখুন।

নারী-পুরুষ ও ছোটবড় নির্বিশেষে সকলের জন্য এখন এক আতঙ্কের নাম সাইবার বুলিং। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে হয়রানি করার নামই সাইবার বুলিং। সোশ্যাল মিডিয়ায় কারো বিব্রতকর ছবি বা ভিডিও সম্পর্কে মিথ্যা ছড়ানো বা পোস্ট করা, অপমানজনক বা হুমকিমূলক বার্তা, ছবি বা ভিডিও পাঠানো সাইবার বুলিং এর প্রধান কৌশল।
সাইবার বুলিং স্বাভাবিক জীবন-যাপনকে বাধাগ্রাস্ত করে। তাই এটা থেকে সুরক্ষা পেতে আপনার একান্ত ব্যক্তিগত তথ্যাবলী অপরিচিতদের সাথে শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে। কারো উদ্দেশ্যে অপমানজনক বা ক্ষতিকর কোনো মন্তব্য করা অথবা এ ধরণের মন্তব্য লাইক বা শেয়ার করা থেকে বিরত থাকুন। সাইবার বুলিং এর শিকার হলে তা গোপন না রেখে অভিভাবক, শিক্ষক বা বিশ্বস্ত কাউকে অবহিত করুন। অনলাইনে কেউ উদ্ভট বা অনাকাঙ্খিত ছবি বা তথ্য চাইলে তা পরিহার করুন। যিনি বুলিং করছেন, তাকে ব্লক করুন বা রিপোর্ট করুন। বুলিং সংক্রান্ত তথ্যাবলী ভবিষ্যতে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রয়োজনে সংরক্ষন করুন।

প্রযুক্তি নির্ভর জীবন এখন সময়ের দাবী। না চাইলেও কারো পক্ষে এখন এর বাইরে অবস্থান করা প্রায় অসম্ভব। সে বাস্তবতায় সাইবার স্পেসকে নিরাপদ রাখতে সরকার ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যে প্রতিষ্ঠান আইটি অডিট পরিচালনা, জাতীয় ডিজিটাল ফরেন্সিক ল্যাব স্থাপনের মতো পরিকাঠামো সুবিধা সৃষ্টির কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার অপরাধ দমন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সাইবার পুলিশ ইউনিট গঠনের সিদ্ধান্তও আমাদের জন্য স্বস্তির। কিন্তু এগুলো ব্যক্তিগত সতর্কতার বিকল্প হবে না। আর তাই আমাদের ডিজিটাল জীবনযাত্রাকে সুরক্ষিত করতে এই উত্তম চর্চাগুলো প্রতিপালন একান্ত আবশ্যক।উপপ্রধান তথ্য অফিসার
আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহী

পিআইডি, রাজশাহী

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।