• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দুটি বগি রেখেই ছুটল বিজয় ট্রেন

প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ১২:২০

দুটি বগি রেখেই ছুটল বিজয় ট্রেন

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি টের না পাওয়ায় দুটি কোচ ফেলে রেখেই ছুটে যায় ট্রেনটি।

সোমবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে জামালপুর-চট্টগ্রাম রেলপথের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ স্টেশন অতিক্রম করার পর এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস জামালপুরের উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে সোমবার রাতে ট্রেনটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ স্টেশন অতিক্রম করার পর ট্রেনের সর্বশেষ ১৬ ও ১৭ নম্বর বগির হুক খুলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনের পরিচালক গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় গিয়ে বিষয়টি টের পায়।

আরও পড়ুনঃ  বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা

পরবর্তীতে ট্রেন পরিচালক উল্টো পথে ট্রেন নিয়ে বিচ্ছিন্ন বগি দুটি ট্রেনের সঙ্গে যুক্ত করে গৌরীপুর স্টেশনে এসে যাত্রাবিরতি করে। এদিন রাতেই নতুন নিয়মে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

আরও পড়ুনঃ  লালগালিচায় ব্যতিক্রমী ‘ক্যাট শো’

ট্রেনের পরিচালক আমিনুল ইসলাম বলেন, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত ট্রেনের দুটি বগির হুক খুলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেন থামানের পর উল্টো পথে ট্রেন নিয়ে বিচ্ছিন্ন বগি যুক্ত করে গৌরীপুর স্টেশনে নিয়ে আসি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ  কক্সবাজার ডিবির ওসিসহ ৭ পুলিশ সদস্য প্রত্যাহার

বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত রুট বর্ধিত করায় গত টানা চারদিন ধরে প্রতিদিনই ৫-৬ ঘণ্টা বিলম্ব করে চলাচল করছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675