• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চলতি বছরের নভেম্বরে সড়কে ঝরেছে ৪৭৫ জনের প্রাণ

প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ৬:১৩

চলতি বছরের নভেম্বরে সড়কে ঝরেছে ৪৭৫ জনের প্রাণ

অনলাইন ডেস্ক: চলতি বছরের নভেম্বরে সারাদেশে ৫৬৬টি সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭৩ জনের। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংগঠনটির তথ্য অনুযায়ী, সড়ক ছাড়াও রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন এবং নৌ পথে ৬টি দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সড়ক, নৌ ও রেলপথে মোট ৬০৩টি দুর্ঘটনায় ৫০৩ জন নিহত এবং ৬৩০ জন আহত হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ২৫ বিদেশি নাগরিক

সড়কে নিহতদের মধ্যে ১০৬ জন বিভিন্ন পরিবহনের চালক, ৫১ জন নারী, ৪৫ জন পথচারী, ৩৬ জন শিক্ষার্থী, ৩২ জন শিশু, ১৩ জন পরিবহন শ্রমিক, সাতজন রাজনৈতিক দলের নেতাকর্মী, চারজন পুলিশ সদস্য, দুইজন চিকিৎসক, দুইজন সাংবাদিক, একজন আইনজীবী, একজন মুক্তিযোদ্ধা, দুইজন প্রকৌশলী এবং তিনজন শিক্ষক রয়েছেন।

আরও পড়ুনঃ  ১৭ বছর পর নিজ জেলা নেত্রকোনায় লুৎফুজ্জামান বাবর

নভেম্বরে সবচেয়ে বেশি ১৮৩টি সড়ক দুর্ঘটনায় ১১৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম ২২টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে সিলেট বিভাগে।

বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনার বেশ কিছু কারণ উল্লেখ করেছে যাত্রী কল্যাণ সমিতি। সেগুলো মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- ট্রাফিক আইনের অপপ্রয়োগ ও দুর্বল প্রয়োগ, ট্রাফিক বিভাগের অনিয়ম দুর্নীতি ব্যাপক বৃদ্ধি, সড়কে বাতি না থাকা, রাতের বেলায় ফগ লাইটের অবাধ ব্যবহার এবং বর্ষায় সড়ক মহাসড়কের ছোট বড় গর্তের সৃষ্টি হওয়া।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যা

এ ছাড়া যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা, উল্টো পথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়াভাবে যানবাহন চালানো এবং মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও তিন চাকার যানের ব্যাপক বৃদ্ধি ও এসব যানবাহন সড়ক মহাসড়কে অবাধে চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ছে।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675