• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এক গ্রামে তিন সংসদ সদস্য প্রার্থী

প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ৮:৫৮

এক গ্রামে তিন সংসদ সদস্য প্রার্থী

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক গ্রাম থেকেই তিনজন প্রার্থী হয়েছেন। তাঁরা তিনজনই নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা। এমনকি নির্বাচনে অংশ নেওয়া মোট ১১ প্রার্থীর মধ্যে এই তিনজন সহ ছয়প্রতিদ্বন্দ্বীর বসবাস মাত্র তিন কিলোমিটারের মধ্যে।

আরও পড়ুনঃ  হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

ইতিমধ্যে গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু রাসেল ভ্ুঁইয়া মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। ওই গ্রামের তিনপ্রার্থী হলেন জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা, জাকের পার্টি মনোনীত প্রার্থী রবিউল করিম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বঞ্চিত বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এমজাকির হোসেনের মাজাহানার বেগম। জাহানার বেগম বিএনপির আমলে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আইনুল হকের সহধর্মিণী।

আরও পড়ুনঃ  রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে উচ্ছ্বাসে পরিপূর্ণ ইদ আনন্দ

এ ছাড়া এ দুইজন সহ নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিএনএমের প্রার্থী গাজী আবু সায়েম রতনের বাড়ি মাত্র তিন কিলোমিটারের মধ্যে। জেলা প্রশাসক আবু রাসেল বলেন, তাঁদের তিনজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675