স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপির নেতারা ঘরে বসে আন্দোলনের ডাক দিয়ে আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করতে চান। সেজন্য ২০১৪-১৫ সালের মতো আগুন সন্ত্রাস করছেন। অতীতে তারা ব্যর্থ হয়েছে, এবারো ব্যর্থ হবে। বিএনপি জন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বুধবার দুপুরে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে একটি শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কুমারপাড়া মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর আগে সমাবেশে রাজশাহী সিটি মেয়রএএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে। আমাদের দেশের নির্বাচন কীভাবে হবে সেটি ঠিক করবে দেশের জনগণ, আদালত, নির্বাচন কমিশন নির্বাচন। আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবেই, নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সদস্য আতিকুর রহমান কালু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর শ্রমিকলীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী প্রমুখ।