স্টাফ রিপোর্টার: পশ্চিমাঞ্চলে রেলওয়ের আটটি ট্রেনে যুক্ত হতে যাচ্ছে নতুন র্যাক। দীর্ঘদিনের পুরনো র্যাক পরিবর্তন করে আগামী ৯ ডিসেম্বর থেকে নতুন র্যাকগুরো চালু হবে। অত্যাধুনিক এ র্যাকগুলো এরই মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়েতে এসে যুক্ত হয়েছে। এগুলো আমদানী করা হয়েছে চীন থেকে। বুধবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার স্টেক হোল্ডারদের নিয়ে আয়োজিত এক অবহতিকরণ সভায় এসব তথ্য জানান।
রাজশাহীতে পশ্চিম রেলের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অসীম কুমার তালুকদার বলেন, নতুন ৮টি র্যাকের মধ্যে চারটি যুক্ত হবে রাজশাহী-ঢাকা রুটে। আর চারটি থাকবে রাজশাহী-পঞ্চগড় রুটে। তবে রেলওয়ে সেবাগ্রহীতারা রাজশাহী-পঞ্চগড় রুটে চারটি নতুন র্যাক না দিয়ে রাজশাহী-খুলনা এবং রাজশাহী, ভাঙা-পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত চলাচল শুরু করা মধুমতি এক্সপ্রেস ট্রেনে যুক্ত করার দাবি জানান স্টেক হোল্ডাররা।
এছাড়াও পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতালের কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত না থাকা, রেলওয়ের একটি পাবলিক টয়লেটে ৩০ টাকা করে ফি নেওয়া, ট্রেনে নিম্নমানের ক্যাটারিং সার্ভিস, যাত্রীদের টিকিট দেখার নামে হয়রানিসহ রেলের নানা সমস্যা তুলে ধরেন সেবাগ্রহীতারা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। সভাপতিত্ব করেন অতিরিক্ত মহাব্যবস্থাপক আহমদ হোসেন মাসুম। সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জিএম অসিম কুমার তালুকদার। উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বিএফইউজের যুগ্ম-মহাসচিব রাশেদ ইবনে ওবায়েদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।