• ঢাকা, বাংলাদেশ
  • ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সাইক্লোনের কবলে আমির খান!

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৯:০৪

সাইক্লোনের কবলে আমির খান!

সময়ের কথা ডেস্ক: সাইক্লোন মিগজাউমের প্রভাবে ভারী বৃষ্টি, ঝড় আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা। দুর্যোগপূর্ণ বৈরি আবহাওয়ায় চেন্নাইয়ে অসুস্থ মায়ের কাছে অবস্থান করছিলেন বলিউড স্টার আমির খান।এরপর সেখানেই বন্যার কবলে আটকা পড়েন এই অভিনেতা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানায়।

আরও পড়ুনঃ  মেয়ের চেয়েও কম বয়সী নায়িকার প্রেমে গোবিন্দ, সে কারণেই বিচ্ছেদ?

প্রতিবেদনে বলা হয়, মিগজাউমের প্রভাবে সৃষ্ট ঝড় ও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে অন্ধ্রপ্রদেশের অন্তত ২৫টি গ্রাম। বন্যার কবলে আটকে পড়েছিলেন আমির। সাথে ছিলেন তামিল তারকা বিষ্ণু বিশালও। সেই পরিস্থিতি থেকে তাদের উদ্ধার করতে ডাকা হয় একদল উদ্ধারকর্মীদের। অবশেষে নৌকায় করে উদ্ধার করা হয় তাকে। নৌকায় আমিরের সাথে ছিলেন বিশালও।

আরও পড়ুনঃ  নায়িকার মামলায় জাজের আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তিনিই আমিরের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, উদ্ধারকারীদের অসংখ্য ধন্যবাদ, যারা এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সাহায্য করেছেন। ইতোমধ্যে অভিনেতাকে উদ্ধারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

আরও পড়ুনঃ  জুটি বাঁধছেন শুভাঙ্কি-আরিয়ান, থাকছে চমক

উল্লেখ্য, সাইক্লোন মিগজাউমের তাণ্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। এরইমধ্যে ১৫ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। এখনও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে সাগরে। নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় বেশ কিছু এলাকা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675