স্টাফ রিপোর্টার: জ্বালানি খাতের শ্রমিকদের মানবাধিকার রক্ষার দাবিতে রাজশাহীতে সমাবেশ হয়েছে। মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে শনিবার নগরীর সুলতানাবাদ এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় একটি ডিসপ্লে প্রদর্শন করা হয়।
বেসরকারী সংস্থা বিডব্লিউজিইডি, ক্লীন এবং পরিবর্তনের যৌথ আয়োজনে বক্তারা বলেন, গ্রীন হাউজ গ্যাস নিঃসরণে যে জনগোষ্ঠি সবচেয়ে কম দায়ী, তারাই এর নেতিবাচক প্রভাবের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ যারা কোনোভাবেই কার্বন নিঃসরণের সাথে সরাসরি জড়িত না তারাই এর কারণে চরম ভোগান্তি পোহাচ্ছে। এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।
তারা বলেন, গ্রীনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় উৎস হল বিদ্যুৎ, তাপ এবং পরিবহনের জন্য জীবাশ্ম জ্বালানী পোড়ানো। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসহ পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য জীবাশ্ম জ্বালানী ব্যবহার করছে।
এই বিদ্যুৎ কেন্দ্রগুলো অনেকক্ষেত্রেই পরিবেশের ক্ষতি করার সাথে সাথে মানবাধিকার লঙ্ঘন করছে। স্থানীয় মানুষ থেকে শুরু করে এখানে কর্মরত শ্রমিকেরা নানান ভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়নকর্মী হাসিবুল হাসান, মাহামুদ উন নবী প্রমুখ।