মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যে দিবস পালন করা হয়।
শনিবার সকাল ১০ টার সময় উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে মানববন্ধন হয়। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজুর রহমান, সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খন্দকার শামসুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্ধনা সাহা, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন। এছাড়াও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।