• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভারত থেকে এল ৭৪৩ টন পেঁয়াজ

প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৮:০৮

ভারত থেকে এল ৭৪৩ টন পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক দিনে ৭৪৩ টন পেঁয়াজ এসেছে বাংলাদেশে। শনিবার ২৭টি ট্রাকে করে এসব পেঁয়াজ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৭ ডিসেম্বর থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত। তবে এর আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে স্থলবন্দরে প্রবেশ করছে। গতকাল শনিবার ২৭টি ট্রাকে ৭৪৩ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। তবে আজ রোববার দুপুর পর্যন্ত আর কোনো পেঁয়াজ আসেনি। আর আসার সম্ভাবনাও নেই।

আরও পড়ুনঃ  বাসে অতিরিক্ত ভাড়া আদায় রুখতে বিআরটিএর সতর্কতামূলক অভিযান

তিনি বলেন, ‘ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। নতুন করে আর এলসি পাওয়া যাবে না।’ এর আগে গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সেদিন থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ঈদে নাশকতার কোনো শঙ্কা নেই: র‍্যাব-৫

ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরই চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশেই হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকার বেশি। চাঁপাইনবাবগঞ্জে খুচরা বাজারে এখন পেঁয়াজের কেজি ১৮০–২০০ টাকা। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। কেউ কেউ ২০০ টাকায়ও বিক্রি করছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

রাতারাতি পেঁয়াজের এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে এসে অনেকে পেঁয়াজ না কিনে ফিরে যাচ্ছেন। অনেকে আবার বাধ্য হয়ে গলাকাটা দামেই কম করে কিনছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675