• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে বিএনপির মানবাধিকার দিবসের কর্মসূচি থেকে আটক ১২

প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৮:১৯

রাজশাহীতে বিএনপির মানবাধিকার দিবসের কর্মসূচি থেকে আটক ১২

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত কর্মসূচি থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে নগরীর বোয়ালিয়ার বাটার মোড় এলাকায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

এ সময় সেখান থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায়। সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানার ডিউটি অফিসার জানান, বিএনপির কর্মসূচির স্থান এবং আশপাশের এলাকা থেকে মোট ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

আটক ব্যক্তিরা হলেন- রাজশাহী নগরীর কেদুর মোড় এলাকার আনারুল ইসলাম (৪৫), বাগমারা উপজেলার হাসানুজ্জামান (৩২), নগরীর হেতেম খাঁ এলাকার জাকারিয়া হোসেন ওরফে নয়ন (৪০), আলমগীর হোসেন (৪৩), মো. সুজন (৩৪) ও মশিউর রহমান (৪৪); গোদাগাড়ীর কাঁকনহাট সুন্দরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৭), নগরীর লক্ষ্মীপুর এলাকার শাহানুর ইসলাম ওরফে মিঠু (৫৫), বাগমারা উপজেলার তাহেরপুর চাকিরপাড়া এলাকার রমজান আলী (৪৪), দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার আল মারুফ জাহান (৩৬), নগরীর বুধপাড়া এলাকার নাজমুল হক ওরফে ডিকেন (৪৫) এবং দুর্গাপুর উপজেলার আহমেদ রেজাউল হক (৫০)।

আরও পড়ুনঃ  ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

এদের মধ্যে নাজমুল হক ডিকেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। শাহানুর ইসলাম রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপত। অন্যদের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  আজহারীর মাহফিলে মোবাইল হারানোর ১৩ জিডি, গয়না চুরির চেষ্টায় ৮ নারী আটক

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675