• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর বাড়ির পাশে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ২:১৬

রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর বাড়ির পাশে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হকের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ককটেলটি রাহেনুল হকের পাশের বাড়ির টিনের চালায় গিয়ে পড়েছে। রোববার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের বাড়ি চারঘাট উপজেলা সদরে। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

প্রত্যক্ষদর্শীরা জানান, বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হকের বাড়ির দেয়ালের পাশে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বাড়ির টিনের চালায় ককটেলটি গিয়ে পড়ে। এ সময় বিকট শব্দে ককটেলটির বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মমতাজ জাহান জুঁই নামের এক নারী অসুস্থ হয়ে পড়েন। ছয় মাসের অন্তঃসত্ত্বা এই নারী পাশের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া।

আরও পড়ুনঃ  পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম

মমতাজ জাহানের স্বামী শিমুল সরকার বলেন, ‘আমাদের ঠিক জানালার পাশেই আবুল কালাম আজাদের বাড়ির টিনের চালায় ককটেলটির বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর থেকে আমার স্ত্রী ও সন্তান কানে ঠিকমতো শুনতে পাচ্ছে না। তাদের চিকিৎসা করানো হয়েছে।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হক বলেন, ‘আমাকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য ভয়ভীতি দেখাতে কেউ আমার বাড়ি লক্ষ্য করে ককটেল মেরেছে। তবে ককটেলটি পাশের বাড়িতে পড়েছে। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার পরিবারের লোকজন ভীষণ ভয় পেয়েছে।’ এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, এ ধরনের ঘটনার খবর পেয়েছেন। পুলিশ সেখানে গিয়ে আলামত সংগ্রহ করছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:০০
রাতে দুবাইয়ে নামছে ‘নতুন’ বাংলাদেশ দল
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:০০
পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:০০
এসএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১১ মার্চ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:০০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675