• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

গাজায় ইসরায়েলের প্রায় শতাধিক সেনা নিহত

প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ৭:১০

গাজায় ইসরায়েলের প্রায় শতাধিক সেনা নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল হামলা চালাতে গিয়ে ইসরায়েলের একশরও বেশি সেনা নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ২৮ অক্টোবর রাতে ট্যাংক ও অন্যান্য সাজোঁয়া যান নিয়ে গাজায় ঢুকে পড়েন হাজার হাজার ইসরায়েলি সেনা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার (১১ ডিসেম্বর) জানিয়েছে, গতকাল রোববার গাজায় আরও তিন সেনার মৃত্যু হয়েছে। এরমাধ্যমে নিহত সেনার সংখ্যা একশ ছাড়িয়েছে।

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে মিলল আরও ১৫ লাশ

গত কয়েকদিনে যেসব সেনা মারা গেছেন তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে। সেখানে বর্তমানে স্থল অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা।

আইডিএফের তথ্য অনুযায়ী, স্থল অভিযানে অংশ নিয়ে শতাধিক সেনা নিহত হওয়ার পাশাপাশি ছয়শ সেনা আহত হয়েছে।

আরও পড়ুনঃ  কেনেডি হত্যাকাণ্ডের ৮০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করছেন ট্রাম্প

তবে গত শনিবার (৯ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম ডেইলি ইয়েদিয়োত আহরোনোত জানায়, যুদ্ধে এখন পর্যন্ত ৫ হাজার সেনা আহত হয়েছেন। যারমধ্যে ৫৮ শতাংশ (তিন হাজার সেনা) হাতে-পায়ে গুরুতর জখম হয়েছেন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে দুই হাজার সেনাকে ‘বিকলাঙ্গ’ হিসেবে ঘোষণা করেছে।

এছাড়া সশস্ত্র গোষ্ঠী হামাসও জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে। এতে দখলদার অনেক সেনা আহত ও নিহত হচ্ছেন।

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, ৩ সাংবাদিকসহ নিহত অন্তত ১২

অপরদিকে ইসরায়েলিদের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের প্রায় ৭০ শতাংশই হলো নারী ও শিশু।

ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত হামাসের প্রায় ৭ হাজার সদস্যকে হত্যা করেছে তারা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675