স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কর্মচারী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সোমবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম -এর সাথে সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত রবিবার কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন শুভ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান মুন্না।
এছাড়াও সহ-সভাপতি পদে মো.মামুন, মো. সাজ্জাদুর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক পদে মো.জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক পদে মো.আবুল হাশেম মুক্তা, অর্থ সম্পাদক পদে মো. রাহাদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. জাহিদ হাসান, দপ্তর সম্পাদক পদে জামিম রেজা, প্রচার সম্পাদক পদে মো.আমান ফরহাদ সেতু, নির্বাহী সদস্য পদে- মো. শফিকুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো.জাহিদুল ইসলাম, মো.আবুল কালাম ও মো.রতন আলী নির্বাচিত হয়েছেন।