অনলাইন ডেস্ক: অবশেষে নানা নাটকীয়তার পর মনোনয়ন প্রার্থিতা ফিরে পেয়েই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর মাঝে হঠাৎ মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় স্ট্যাটাস দেন তিনি। আর এ নিয়েই ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে নেটদুনিয়ায়।
বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে নিজের ফেসবুকে একটি রহস্যময় ওই স্ট্যাটাসটি দেন মাহি।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, কে আপন কে পর চেনার উত্তম সময় এখন। আলহামদুলিল্লাহ। তবে ঠিক কী কারণে মধ্যরাতে এমন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
এদিকে মনোনয়ন প্রার্থিতা ফিরে পেয়ে এ দিকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রার্থীতা ফিরে পাওয়ার পরেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যান মাহি।
এ দিন সকালে বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন মাহি। এরপরেই দুপুরের দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখাও করেন এই চিত্রনায়িকা।
এ প্রসঙ্গে মাহি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, সুষ্ঠু নির্বাচন হবে। এলাকায় যার জনপ্রিয়তা যত বেশি, তিনিই নির্বাচনে জয়ী হবেন।
চিত্রনায়িকা আরও বলেন, আসন্ন নির্বাচনে আমার আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারণ সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি হওয়ায় এলাকার মানুষজন আমাকে জোর করে বলেছেন, আমাকে নির্বাচন করতে হবে।
যদিও আমি এখনও নৌকা পাইনি। তবে তারা আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। পাশাপাশি তাদের চাওয়া আমি যেন বিপুল ভোটের মাধ্যমে জিতে নৌকার মাঝি হই।