স্টাফ রিপোর্টার: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জার্তীয় পার্টি মনোনীত প্রার্থী আবুল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা মেরেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত পৌনে ১১টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভুবননগর গ্রামে তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
এ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও এবারের নির্বাচনের প্রার্থী অধ্যাপক আবুল হোসেন বলেন, রাতে কয়েকজন দুর্বৃত্ত এসে তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে চলে যায়। ঘটনার সময় তিনি রাজশাহীতে শহরের বাসায় অবস্থান করছিলেন।
বাড়ির প্রধান ফটকে পেট্রোল বোমাটি পড়ে আগুন ধরে যায়।
এ সময় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
এতে বড় কোন দুর্ঘটনা ঘটেনি। কেউ আহতও হননি। তবে বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেছেন বলেও জানান আবুল হোসেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, আমরা বিষয়টি শুনেছি, সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।