স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি।
বৃহস্পতিবার মাহি তার আসনের গোদাগাড়ী উপজেলায় গিয়েছিলেন। সেখানে তার নামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।
বেশ কিছু গণমাধ্যমে শিরোনাম হয়- ‘আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইলেন মাহি’। অভিনেত্রী তা মানতে নারাজ। বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে দাবি করে বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন মাহিয়া মাহি।
ক্যাপশনে সাংবাদিকদের উদ্দেশ্যে লেখেন তিনি- কিছু কিছু নিউজ পোর্টাল খবর প্রকাশ করেছে যে, আমি আচরণবিধি লঙ্ঘন করে মাঠে প্রচারণা শুরু করে দিয়েছি। তবে বিষয়টি এমন নয়।
ভিডিও বার্তায় মাহি বলেন, আমি সবার উদ্দেশে বলতে চাই- ফেসবুকে আমি একটি পোস্ট করেছি। যেখানে ক্যাপশনে লেখা, গোদাগাড়ী উপজেলা, চরআষাঢ়দহ ইউনিয়ন, রাজশাহী ও শেষে ১৪ ডিসেম্বর, ২০২৩। মূলত গোদাগাড়ী উপজেলার চরআষাঢ়দহ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি। এটি বিচ্ছিন্ন একটি গ্রাম। সেখানের কেউ আমাকে চেনে না। আমি তাদের সঙ্গে পরিচিত হতেই সেখানে গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে আমি কোনো ভোট চাইনি।
আমি যে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইব, আমার তো কোনো প্রতীকই নেই। আমি কীভাবে ভোট চাইব?
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মাহি তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন। এই পোস্ট নিয়েই বিতর্কের মুখে পড়েন এই নায়িকা।