ঢাকাMonday , 18 December 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ইএসডিও-রেসকিউ প্রকল্পের উদ্যোগে বেকার যুবকদের কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় 

Asha Mony
December 18, 2023 10:12 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: ইএসডিও এনহ্যান্স এমারজেন্সি রেসপোন্সেস থ্রো সোশ্যাল এন্ড ইকোনোমিক প্রোটেকশন ফর আরবান স্লাম ডুয়েলার্স ফর এড্রেসিং নিউ নরমাল সিচ্যুয়েশন অফ কোভিড-১৯ (রেসকিউ) প্রকল্পের আওতায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরভবনের সিডিসি প্রশিক্ষণ কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আঞ্চলিক ও বেসরকারী পর্যায়ের ষ্টেকহোল্ডারদের সাথে নগরীর বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহন করে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের নিজ প্রতিষ্ঠানে ইএসডিও রেসকিউ প্রকল্পের প্রশিক্ষনপ্রাপ্ত দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং পাশাপাশি তাদের নিজ প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক কর্মীর নিয়োগের ব্যাপারে নিয়ম কানুন এবং নীতিমালা সমূহ তুলে ধরেন।

ইএসডিও-রেসকিউ প্রকল্প কর্তৃক পার্সেল ডেলিভারী সার্ভিস ও ফুড সার্ভিস এটেনডেন্ট ট্রেডের উপর প্রশিক্ষনকে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অত্যন্ত যুগোপযোগী বলে অভিমত ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ রেসকিউ প্রকল্প কর্তৃক প্রশিক্ষনপ্রাপ্তদের নামের তালিকা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেরণ করার জন্য ইএসডিও কে পরামর্শ প্রদান করেন।

ফলে ভবিষ্যতে তাদের প্রতিষ্ঠানে নিয়োগের সময় উক্ত তালিকা থেকে কর্মী যাচাই বাছাই করে নিয়োগ প্রদান করার কাজটি সহজ হবে। এর আর্থিক সহায়তায়, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কারিগরি সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৫টি ওয়ার্ডে বাস্তবায়ন করছে।

ইএসডিও রেসকিউ প্রকল্পের ফোকাল পারসন ও রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ
আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইএসডিও রেসকিউ প্রকল্পের, প্রকল্প সমন্বয়কারীতাসবীর আহমদ খাঁন ও মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন শুক্লা মুখার্জ্জী, ট্রেইনার কাম এমএন্ডই অফিসার, রেসকিউ প্রকল্প, ইএসডিও।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।