• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আরএমপিতে শুভ বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষে মতবিনিময় 

প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ১০:১৮

আরএমপিতে শুভ বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষে মতবিনিময় 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আরএমপিতে“ শুভবড়দিন ও থার্টি ফাস্ট নাইট” উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ৩ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন যিশু খ্রিস্টের জন্মদিন‘ শুভবড়দিন’ ও ‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে : আব্দুস সালাম

সভায়সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন“শুভবড়দিন ও থার্টি ফাস্ট নাইট” উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি থাকবে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা শুভ বড়দিনের উৎসব যাতে শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে সে ব্যাপারে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

আরও পড়ুনঃ  বাগমারায় উপজেলা নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

অনুষ্ঠানে আসন্ন যিশু খ্রিস্টের জন্মোৎসব শুভ বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট যাতে নিরাপদ পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আগত ধর্ম যাজক বৃন্দ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফ উদ্দীন শাহীন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী মহানগরীর বিভিন্ন চার্চ ও গীর্জা হতে আগত ধর্ম যাজক বৃন্দ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675