• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কাঁচি মার্কায় ভোট চাইলেন এমপি এনামুল 

প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ১০:২৭

কাঁচি মার্কায় ভোট চাইলেন এমপি এনামুল 

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে কাঁচি প্রতীক পেয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এর পর প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা শুরু করেন টানা তিনবারের এমপি এনামুল হক।

বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে র‌্যালী বের করে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।

র‌্যালী নিয়ে তিনি ভবানীগঞ্জ নিউমার্কেটে গিয়ে শেষ করেন। সেখানে পথসভায় বক্তব্য রাখদিয়ে গিয়ে জয়বাংলা শ্রোগান দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনমুল হক।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই : রাজশাহীতে আইন উপদেষ্টা

এ সময় তিনি এবার কাঁচি প্রতীকে ভোট দিয়ে বাগমারার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান।

উপজেলা আওযামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক বলেন, দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও দলের হাই কমান্ডের নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হয়ে এবার নির্বাচনে অংশ নিয়েছি।

এবার আমার প্রতীক কাঁচি। আমি আসা করি এবার কাঁচি প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ‘স্মার্ট বাগমারা’ গড়ার আমার পরিকল্পনা বাস্তাবায়ন করবেন।

আপনারা যদি সেই সুযোগ দেন তবে আবারও মাননীয় প্রধানমন্ত্রী বাগমারাতে নিয়ে আনতে পারব এবং কাঁচি দিয়ে ফিতা কেটে ‘স্মার্ট বাগমারা’ উদ্বোধন করে যাবেন।

আরও পড়ুনঃ  জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

নির্বাচনী প্রচারকালে তার সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তার সম্পাদক দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজমুল হক মুন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।

আরও পড়ুনঃ  লফস এর আয়োজনে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা

টানা তিনবারের সংসদ সদস্য এনামুল হক এবার আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার স্থলে এবার দলীয় মনোনয়ন পেয়েছেন তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। এদের মধ্যে এনামুল হকের প্রতীক কাঁচি ও আবুল কালামের নৌকা।

তারা দুইজন ছাড়াও এ আসনে প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী রাজশাহী জেলা যুবলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বাবুল হোসেন বাবুল হোসেন (মাথাল), জাতীয় পার্টির আবু তালেব প্রামানিক (লাঙল), বিএনএমের সাইফুল ইসলাম রায়হান (নোঙর) ও এনপিপির জিন্নাতুল ইসলাম জিন্না (আম) প্রতীক পেয়েছেন।

সর্বশেষ সংবাদ

সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:০০
রাতে দুবাইয়ে নামছে ‘নতুন’ বাংলাদেশ দল
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:০০
পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:০০
এসএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১১ মার্চ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:০০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675