• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিধবার সাথে পাটিতে বসে ভাত খাইলেন নৌকার প্রার্থী শাহরিয়ার আলম

প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৬:২৫

বিধবার সাথে পাটিতে বসে ভাত খাইলেন নৌকার প্রার্থী শাহরিয়ার আলম

বাঘা প্রতিনিধি : ভোট চাইতে গিয়ে বিধবার সাথে পাটিতে বসে ভাত খাইলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নৌকার প্রার্থী শাহরিয়ার আলম এমপি। ভাত খাওয়ার ছবি দিয়ে ক্যাপশনে শাহরিয়ার আলমের রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম লিখেছেন আজকের মধ্যহৃভোজ! সাধারণে অসাধারণ, তিনি মোহাম্মদ শাহরিয়ার আলম।

প্রতীক বরাদ্দের দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাড়ি বাড়ি গিয়ে তার ১৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট প্রার্থনা করেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তার নির্বাচনি এলাকা ইউসুফপুর ইউনিয়নের টাংগন গ্রামের এক বিধবার সাথে পাটিতে বসে দুপুরের ভাত খেয়েছেন। ভাত খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। এতে তুষার রহমান লিখেছেন লিডার তো এমনি হওয়া উচিত। সাধারণ মানুষের নেতা। জয় বাংলা জিতবে এবার নৌকা। নাজমুল সরকার নামের আরেক ব্যক্তি লিখেছেন ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।

আরও পড়ুনঃ  সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা আইন নিজের হাতে তুলে নেবে : সরকারের উদ্দেশে আজহারী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কথা বলেন এবং নৌকার জন্য ভোট প্রার্থনা করেন।

আরও পড়ুনঃ  ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

এছাড়া এ আসনে আরো যারা প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহসিন আলী (আম), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) আবদুস সামাদ (নোঙ্গর), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জুলফিকার মান্নান জামী (মশাল), সাবেক সংসদ-সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান (কাঁচি)।

আরও পড়ুনঃ  বাঘায় খাঁনপুর (জে পি) উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান

সর্বশেষ সংবাদ

আবেগাপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন প্রধান উপদেষ্টা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ২:৪২
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু : প্রভা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ২:৪২
প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ২:৪২
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675