ঢাকাTuesday , 19 December 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা, পাচ্ছেন নগদ অর্থ পুরস্কার!

Asha Mony
December 19, 2023 8:02 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: এশিয়া কাপে বড়দের পাশাপাশি যুবাদেরও শিরোপা অধরাই ছিল বাংলাদেশের। নারী ক্রিকেট ছাড়া জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এশীয় ক্রিকেটের শিরোপাটা ‘সোনার হরিণ’ হয়েই ছিল বাংলাদেশের। এবার যুবারা সে সোনার হরিণ ঠিক ঘরে নিয়ে এসেছে।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান আর স্বাগতিক আরব আমিরাতকে পেছনে ফেলে যুব এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা।

এশিয়া কাপের শিরোপা ট্রফি হাতে গতকাল সোমবার পড়ন্ত বিকেলেই দুবাই থেকে দেশে ফিরে এসেছেন বাংলার দামাল যুবারা। প্রথমবার এশীয় যুব ক্রিকেটে সেরা হওয়ার মতো স্মরণীয় সাফল্যর পর তাৎক্ষণিকভাবে বিসিবির পক্ষ থেকে যুব দলের জন্য কোনো অর্থ পুরস্কার বা বোনাসের ঘোষণা আসেনি।

তবে বোর্ড সূত্রের খবর, যুব ক্রিকেটারদের জন্য বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন একটা বোনাসের ঘোষণা দিতে পারেন এবং হয়তো আজ মঙ্গলবার রাতেই সে ঘোষণা আসতে পারে।

কারন মঙ্গলবার রাতে ঢাকা শেরাটন হোটেলে যুব ক্রিকেট দলকে নৈশভোজে আপ্যায়িত করবে বিসিবি। বিসিবি প্রধান সে ডিনারে উপস্থিত থাকার কথা।

জানা গেছে, গেম ডেভেলমেন্ট কমিটির পক্ষ থেকে বিসিবির কাছে যুব ক্রিকেটারদের জন্য অর্থ পুরস্কারের আবেদন করা হয়েছে। মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমান শিবলি ও আরিফুল ইসলামদের হাতে উঠতে পারে সেই পুরস্কারের নগদ অর্থ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।