অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৫ জন।
আজ মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে গাজার মন্ত্রণালয় বলেছে, কয়েক ডজন ফিলিস্তিনি গুরুতরভাবে আহত হয়েছেন।
তবে ইসরায়েল এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এর একদিন আগে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১১০ জন নিহত হয়।
১ দশমিক ৪ স্কয়ার কিলোমিটারের জাবালিয়া শরণার্থী শিবির গাজার অষ্টম সর্ববৃহৎ শিবির। এতে অন্তত এক লাখ ১৬ লাখ শরণার্থীর বসবাস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।