• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশীপ শুরু উদ্বোধনী দিনে সিফাতের হ্যাট্রিক 

প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১০:০৮

বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশীপ শুরু উদ্বোধনী দিনে সিফাতের হ্যাট্রিক 

স্টাফ রিপোর্টার:ফিফার অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় , জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্দ্যোগে ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৭টি ফুটবল দল নিয়ে গত সোমবার (১৯ ডিসেম্বর) সকালে অনুর্ধ-১৫ বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশীপ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে।

উদ্বোধনী দিনে বগুড়া শুকানপুর কলেজ ফুটবল একাডেমী ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুন সংঘ ফুটবল একাডেমি ৩–৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। দিনের অন্য খেলায় কিশোর ফুটবল একাডেমী সিফাতের হ্যাট্রিকের সুবাদে ১০-০ গোলে বিশাল ব্যবধানে শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল একাডেমী কেহারায়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

বিজয়ী দলের পক্ষে সিফাত ৪,জারিফ ২,সাফিন,সাব্বির,আদিক ও কাওসার ১টি করে গোল করেন।
চ্যাম্পিয়াাশীপে অংশ গ্রহনকারী দলগুলো যথাক্রমে কিশোর ফুটবল একাডেমী রাজশাহী, হরিয়ান ফুটবল একাডেমী রাজশাহী, মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ  সংঘ ফুটবল একাডেমী, ভবানিগঞ্জ ফুটবল একাডেমী, শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল একাডেমী, বগুড়া সুকানপুর কলেজ ফুটবল একাডেমী ও বগুড়া জেলা জুনিয়র ফুটবল একাডেমী।

আরও পড়ুনঃ  বাঘায় জাতীয় ও স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বেলুন ফেষ্টুন উড়িয়ে এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আসলাম সরকার, যুগ্ম-সম্পাদক মোঃ আহাসানুল হক পিন্ট, ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী, যুগ্ম-সম্পাদক মোঃমাহমুদ আলম বাবু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মোঃআলী আফতাব তপনসহ অন্য কর্মকর্তা ও প্রাক্তন ফুটবলারগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675