• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারার চার স্থানে এমপির কর্মীদের ওপর নৌকা সমর্থকদের হামলা 

প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১০:১৮

বাগমারার চার স্থানে এমপির কর্মীদের ওপর নৌকা সমর্থকদের হামলা 

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৪ (বাগমারা) আসনের চারটি স্থানে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্বাচনী প্রচার গাড়ি ভাঙচুর, পোস্টার লুট করে পুকুরে নিক্ষেপ ও প্রচারকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। চারটি ঘটনায় আহত হয়েছেন এনামুলের কাঁচি প্রতীকের মোট ১৮ জন কর্মী। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।

অভিযোগে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে গণিপুর ইউনিয়নের আঁচিনঘাট গ্রামে স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের কর্মীরা তার কাঁচি প্রতীকের পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থী কালামের লোকেরা তাদের ওপর অতর্কিত হামলা করেন। হামলায় রাব্বী (২৩), রোবায়েত (২৬) ও হৃদয়সহ (২১) ৬ জন আহত হন। হামলাকারীরা কাঁচি প্রতীকের তিন হাজার পোষ্টার কেড়ে নিয়ে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেন।

আরও পড়ুনঃ  ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল

দুপুর ২টার দিকে বাগমারার যাত্রাগাছি এলাকায় কাঁচি প্রতীকের হ্যান্ডবিল বিতরণের সময় ফুলসার হোসেনের নেতৃত্বে কালামের লোকজন এনামুলের কর্মীদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে মাড়িয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলামের মাথা ফেটে গেছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিকেল ৩টার দিকে গোবিন্দপুর ইউনিয়নের হাটদামনাশ এলাকায় কাঁচি প্রতীকের প্রচারণা চলাকালে নৌকা প্রতীকের একদল কর্মী প্রচার গাড়িটি ভাঙচুর করে। এ সময় নৌকা প্রতীকের কর্মী মোস্তাক, রনি ও আফাজ উদ্দিনসহ মোট ৬ থেকে ৭ জন গাড়ি ভাঙচুর ছাড়াও প্রচার মাইক ভাঙচুর করে। তারা গাড়িতে থাকা চার হাজার পোস্টার লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

এ ঘটনায় গাড়ি চালক এমরান হোসেন বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় হয়ে নৌকার ১০ জন নেতাকর্মীকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা করেছেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যার আগে তাহেরপুর পৌর এলাকার অর্জুনপুর মহল্লায় কাঁচি প্রতীকের সাইকেল র‌্যালীতে হামলায় জিল্লুর, আনোয়ার, কাসেমসহ মোট ৮ জন স্কুলছাত্র আহত হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্বতন্ত্র প্রার্থী এনামুল হক এমপি বলেছেন, নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সন্ত্রাসী বাহিনী একদিনের তার কর্মীদের ওপর চারটি জায়গায় হামলা চালিয়েছে। গুরুতর আহত আশরাফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়েছেন বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। কালামের সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  পরমাণুবিজ্ঞানী অধ্যাপক ড. এম শমশের আলী’র বাউবিতে “প্রফেসর ইমেরিটাস” পদে যোগদান

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, এসব বিচ্ছিন্ন কোন ঘটনা। নির্বাচনের সঙ্গে এসব ঘটনার কোন সম্পর্ক নেই। মামলায় নৌকার কর্মীদের হামলার অভিযোগ উল্লেখ প্রসঙ্গে তিনি বলেন, এখন ভোট চলছে। যে কোন ঘটনাকে নির্বাচনী ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পুলিশ অভিেেযাগগুলোর তদন্ত করছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675