ঢাকাWednesday , 20 December 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

জয়ের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Asha Mony
December 20, 2023 6:31 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশ নারী দলের সামনে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিগার সুলতানা জ্যোতিরা ১১৯ রানের বড় জয় পেয়েছিলেন। ফলে আজ (বুধবার) দ্বিতীয় ম্যাচে জিতলেই টাইগ্রেস মেয়েদের সিরিজ নিশ্চিত। এ লক্ষ্যে পচেফস্ট্রুমে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়েছে।

এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। সব মিলিয়ে স্বপ্নের মতো দক্ষিণ আফ্রিকা সফর কাটাচ্ছে টিম টাইগ্রেস। টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছিল জ্যোতির দল।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ সমতায় সিরিজ শেষ করে। এরপর ওয়ানডেতেও শুরুটা হয়েছে দাপুটে জয়ে।

বাংলাদেশ থেকে ম্যাচটি কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে বাংলালিংকের ডিজিটাল প্ল্যাটফর্ম টফি অ্যাপস ও ওয়েবসাইট থেকে ফ্রিতেই উপভোগ করার সুযোগ থাকছে ম্যাচটি।

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন,রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার।

দক্ষিণ আফ্রিকা একাদশ : তাজমিন ব্রিটস, লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানিকে বখ, সুনে লুস, ম্যারিজেন ক্যাপ, নাদিনে দে ক্লার্ক, এলিজ-ম্যারি মার্ক্স, নঙ্কুলুলেকো ম্লাবা, সিনালো জাফটা (উইকেটরক্ষক), আয়াবোঙ্গা খাকা ও মাসাবাতা ক্লাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।