• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী সদর আসনে কাঁচি প্রতীকে লড়বেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ বাদশা 

প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৯:২৪

রাজশাহী সদর আসনে কাঁচি প্রতীকে লড়বেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ বাদশা 

স্টাফ রিপোর্টার: রাজশাহী সদর আসনে (২) কাঁচি প্রতীকে লড়বেন স্বতন্ত্র প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। আদালতের নির্দেশনামা রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী জেলা রির্টার্নিং অফিসার শামীম আহমেদ এঁর কাছে পৌছালে বুধবার সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমানের হাতে কাঁচি প্রতীক তুলে দেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাড়ন্ত হাঁস বিতরণ

এর আগে বুধবার সকালে দলীয় নেতাকর্মিদের নিয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান এঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি। এর সেখোনে মোনাজাতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাক হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

পরবর্তীতে কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো শেষে হযরত শাহমুখদুম (র:) এর মাজার জিয়ারত করে বেলা সাড়ে বারো টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আদালতের নির্দেশনামা নিয়ে যান।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

তবে রাজশাহীতে প্রধান নির্বাচন কমিশনার আসায় জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগন ব্যস্ত থাকায় সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রতীক বুঝে পাননি।

পরে রাজশাহী জেলা প্রশাসক তার কার্যালয়ে পৌছে অধ্যক্ষ শফিকুর রহমানকে কাঁচি প্রতীককের কাগজপত্র তুলে দেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675