ঢাকাThursday , 21 December 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

বিএমডিএতে ইন্টার্নশীপ শেষ করলেন পুরকৌশল বিভাগের ১৪ শিক্ষার্থী 

Asha Mony
December 21, 2023 8:37 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ১২ ও ১৩তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের চার সপ্তাহ ব্যাপি ইন্টার্নশীপ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে (৪)চার সপ্তাহ ব্যাপি ইন্টার্নশীপ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব প্রকৌশলী মোঃআব্দুর রশীদ।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক ড. মোজাকির হোসেন।

বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ১২ ও ১৩তম ব্যাচের মোট ১৪ জন ছাত্র-ছাত্রীদের (৪) চার সপ্তাহ ব্যাপি ইন্টার্নশীপ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা সনদ তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান।

এসময় আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অতিঃপ্রধান প্রকৌশলী ড. মোঃআবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃশরীফুল হক, কোর্স পরিচালনা করেন মো: সমসের আলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গবেষনা ও প্রশিক্ষণ শাখা বিএমডিএ।

কোর্স সমন্বয়ক মো: তরিকুল ইসলাম নির্বাহী প্রকৌশলী ও গবেষনা প্রশিক্ষণ শাখা বিএমডিএ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরুইন খান সহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলীগন উপস্থিত ছিলেন।

সম্মাননা সনদ বিতরণ শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রতিনিধি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।