• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মাহির আসনে আরও এক হেভিওয়েট প্রার্থী আখতারুজ্জামান

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৯:১২

মাহির আসনে আরও এক হেভিওয়েট প্রার্থী আখতারুজ্জামান

স্টাফ রিপোর্টার: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁর প্রতিদ্বন্দ্বী হেভিওয়েটপ্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের ওমর ফারুক চৌধুরী। তিনি এ আসনের টানা তিন বারের এমপি।

“ট্রাক” প্রতীকের প্রার্থী মাহিয়া মাহির প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মাঠে এলেন আওয়ামী লীগের আরও এক হেভিওয়েট প্রার্থী আখতারুজ্জামান আক্তার। রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন ও উচ্চ আদালতে মনোনয়ন পত্র বাতিল হলেও বৃহস্পতিবার দুপুরে শেষ পর্যন্ত আপিলেট ডিভিশনে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি।প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে “ঈগল” প্রতীক নিয়ে তিনি লড়বেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচন আগে, সংস্কার শেষে জাতীয় নির্বাচন : জামায়াত আমির

আখতারুজ্জামান আক্তার রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। তিনি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নপরিষদে (ইউপি) তিন মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ গতবছর জেলা পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়েছিলেন। মাত্র ৩২ ভোটে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

সংসদ সদস্য প্রার্থী হতে পেরে আক্তারুজ্জামান “গণধ্বনি প্রতিদিন”কে দেয়া বক্তব্যে তিনি জানান  “প্রার্থীতা বাতিল হওয়াতে নিজেকে অপরাধী মনে হচ্ছিল এখন নিজেকে অনেক ভালো লাগছে, গোদাগাড়ী তানোর এলাকার মানুষ চাইলে আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি করবে, আমি আশা করছি ভোটের লড়াইয়ে  জিতে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান অক্ষুন্ন রাখতে পারবো”।

আরও পড়ুনঃ  মিরপুরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে এখন মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৪২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ১০ জন প্রার্থী রাজশাহী-১ আসনেই। এই ১০ জনের মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীই এখন তিন জন। মাহিয়া মাহি, আখতারুজ্জামান আক্তার ছাড়াও তানোরের মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী এখানে “কাঁচি” প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা তিনজনই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় স্থানীয় সরকার ও শহীদ সেনা দিবস পালিত

এ আসনে বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা “নোঙর”, বিএনএফের মো. আল-সাআদ “টেলিভিশন”, তৃণমূল বিএনপির জামাল খান দুদু “সোনালী আঁশ”, এনপিপির নুরুন্নেসা “আম”, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ “ছড়ি” ও জাতীয় পার্টির মো. শামসুদ্দীন “লাঙল প্রতীকে” নির্বাচন করছেন।

সর্বশেষ সংবাদ

ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
ভাঙ্গা ওরিয়েন্ট ক্লাবের কমিটি গঠন
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675